‘মিশন মঙ্গল’ দু’সপ্তাহেই আয় করল ১৫০ কোটি রুপি
মুক্তি পাওয়ার দুই সপ্তাহ না পোরোতেই ১৪৯.৩১ কোটি রুপি আয় করে নিয়েছে অক্ষয় কুমার অভিনীতি মিশন মঙ্গল চলচ্চিত্র। খবর ইউএনবি’র।
গত শনিবারেও ১৩.৩২ কোটি রেুপি আয় করেছে ছবিটি। আজ রবিবার ছুটির দিনে তা আরও বাড়ার প্রত্যাশা করা হচ্ছে।
বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ এক টুইটারে জানান, ‘মিশন মঙ্গল’ তার অভিযান অব্যাহত রেখেছে। এরমধ্যে জন্মাষ্টমীর ছুটিও তাতে সহায়তা করেছে। ২০১৯ সালে সর্বোচ্চ উপার্জনকারী চারটি সিনেমার মধ্যে মিশন মঙ্গল একটি বলেও উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, ‘মিশন মঙ্গল’ হচ্ছে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় হিন্দি-ভাষার বিজ্ঞান কল্পনির্ভর স্পেস-থ্রিলার চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জগন শক্তি ও যৌথভাবে প্রযোজনা করেছেন ক্যাপ অফ গুড ফিল্মস, হোপ প্রোডাকশন, ফক্স স্টার স্টুডিওস, অরুণা ভাটিয়া ও অনিল নাইডু।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, তাপসী পান্নু, নিত্যা মেনন, কীর্তি কুলহারি, শারমান জোশি, এইচ. জি দত্তত্রিয়া ও সোনাক্ষী সিনহা।