প্রবাস

মিশিগান স্টেট হাউস অব রিপ্রেজেনটেটিভ পদে বাংলাদেশি রাব্বি

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচন অনুষ্ঠিত হবে বিভিন্ন অঙ্গরাজ্যের স্টেট হাউজগুলোতেও। মিশিগানে স্টেট হাউস অব রিপ্রেজেনটেটিভ পদে ডিস্ট্রিক্ট ৪’র পদপ্রার্থী হয়েছেন বাংলাদেশি আমেরিকান ড. মোহাম্মেদ রাব্বি আলম।

ড. রাব্বি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর আবসরপ্রাপ্ত সাবেক সার্জেন্ট এবং ড্যামোক্রাটিক ন্যাশনাল কমিটির ককাসের প্রাক্তন সভাপতি। তিনি মিসোরি ডেমোক্রেটিক পার্টির এশিয়ান ককাসের প্রতিষ্ঠাতা। তিনি ২০০৮ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সাটেলাইট ক্যাম্পেইন ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেছেন।

২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী বার্নী সানডারশের ক্যাম্পেইনের ‘মুসলিম আমেরিকান ফর বার্নী সানডারশ’ উইংয়ের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন ড. রাব্বি। নিউইর্য়ক, মিসোরি, মিশিগান, ওয়াশিংটন ডিসি, এবং শিকাগোসহ কয়েকটি শহরে হিলারি র‌্যালির নেতৃত্ব দিয়েছেন তিনি।

২০১২ সালে রাব্বি আলম মুসলানদের প্রথম রাজনৈতিক সংগঠন ‘আমেরিকান মুসলিম পলিটিক্যাল অ্যাকশান কমিটি’ প্রতিষ্ঠিত করেন। খুলনা জেলার রূপসা উপজেলার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন রাব্বি আলম। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচন জয়ের আশায় বাংলাদেশের সর্বস্তরের জনগণের দোয়া চেয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =

Back to top button