জাতীয়

মুক্তিযোদ্ধাদের ফ্রী চিকিৎসায় মুক্তিযুদ্ধ  মন্ত্রণালয়, বারডেম হাসপাতালের চুক্তি নবায়ন

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ও  বারডেম জেনারেল হাসপাতালের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের  চিকিৎসাসেবা প্রদান সংক্রান্ত  সমঝোতা স্মারক  নবায়ন করা হয়েছে।   এ সমঝোতা স্মারক আগামী পাঁচ বছর পর্যন্ত বলবৎ  থাকবে। এর আগে ২০১৮ সালে ৩ বছরের জন্য এ দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর   হয়েছিল।

একজন বীর মুক্তিযোদ্ধা সর্বোচ্চ  ৭৫ হাজার টাকা পর্যন্ত  বিনামূল্যে চিকিৎসা সেবা এ  হাসপাতাল হতে পাবেন। এর মধ্যে ঔষধ,  বেড, পথ্য এবং নার্সিং সেবাও অন্তর্ভুক্ত রয়েছে।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে  অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস এবং বারডেম হাসপাতালের পক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক  অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরী সমঝোতা স্মারক  স্বাক্ষর করেন।

আজ বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত  সমঝোতা স্মারক  স্বাক্ষর অনুষ্ঠানে  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ   মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং বারডেম হাসপাতালের ঊর্ধ্বতন  কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,  বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের  লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ২০১৬ সালের  নীতিমালায় সংশোধনী এনে সরকারি হাট-বাজারসমূহের ইজারালব্ধ আয়ের ৪ শতাংশ অর্থ ব্যয় নীতিমালা ২০২১ জারি করা হয়েছে।

এতে বলা হয়, মন্ত্রণালয় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালসহ, মেডিকেল কলেজ ও ২২টি বিশেষায়িত হাসপাতালে  বীর মুক্তিযোদ্ধাকে বিনামূল্যে ৭৫ হাজার টাকা  পর্যন্ত  চিকিৎসা  চিকিৎসাসেবা দিতে পারবে। বারডেম জেনারেল হাসপাতাল এদের মধ্যে অন্যতম।

এছাড়া জটিল কোনও রোগে আক্রান্ত হয়ে নির্ধারিত এসব হাসপাতালের বাইরে দেশে-বিদেশে চিকিৎসার প্রয়োজন পড়লে সরকার অতিরিক্ত ১ লাখ টাকা অনুদান দেবে।

তবে চিকিৎসা অনুদান একজন বীর মুক্তিযোদ্ধা জীবনে একবারের বেশি পাবেন না। আর অনুদান একটি বাছাই কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় মঞ্জুরি দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =

Back to top button