ক্রিকেটখেলাধুলা

মুসলিমদের সালাম প্রথা আমার পছন্দ হয়েছে: উইলিয়ামসন

করোনাভাইরাসের এই সময়ে ভক্তদের জন্য লাইভ আড্ডার ব্যবস্থা করেছেন ওয়ান ডে অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার তার আড্ডায় অতিথি হিসেবে যোগ দেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। আড্ডার শেষদিকে মুসলিমদের সালাম দেয়ার রীতি পছন্দ করেন বলে জানান তিনি।

লাইভ আড্ডার শেষদিকে ব্ল্যাকক্যাপস ক্যাপ্টেনকে তামিম বলেন, ‘শেষ করার আগে তোমাকে বলতে চাই, সামনেই আমাদের ঈদ আসছে। তুমি কি বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানাবে?’

জবাবে বেশ স্বাগ্রহে উইলিয়ামসন বলেন, ‘হ্যাঁ অবশ্যই। বাংলাদেশের সবাইকে জানাই ঈদ মোবারক।’

এর পরই সালামের প্রতি তার মুগ্ধতার কথা জানান উইলিয়ামসন। আজকের লাইভ শুরুর সময় সবাইকে আসসালামু আলাইকুম বলে স্বাগত জানিয়েছিলেন তামিম ইকবাল। যেকোন পরিচয়ের সময় সালামের এই রীতিটি কিউই অধিনায়কের বেশ ভালো লেগেছে।

উইলিয়ামসন বলেন, ‘আরেকটা জিনিস যোগ করি, তুমি একদম শুরুতে পরিচয় পর্বে আসসালামু আলাইকুম বললে, এটা সত্যিই খুব সুন্দর একটা বিষয়। সত্যিই অসাধারণ। আমার এটা পছন্দ হয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =

Back to top button