মৃত্যুর মিছিলে দেড় লাখ লাশ
করোনায় গৃহবন্দি বিশ্ব। তারপরও থেমে নেই প্রকোপ। যেখানে প্রতিনিয়ত আক্রান্ত ও মৃতের তালিকা পরিবর্তিত হচ্ছে। দীর্ঘ হচ্ছে স্বজনহারাদের সারি। বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের দেওয়া তথ্যা বলছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের ৪৫ হাজারেরও বেশি মানুষ নতুন করে ভাইরাসটির কবলে পড়েছেন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২২ লাখ ২৬ হাজার ৯৪১ জন। পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে লাশের তালিকাও। যেখানে যুক্ত হয়েছে বিশ্বের আরো ৯ হাজার ১২৬ জন মানুষ। আর এতে করেই মৃতের সংখ্যা দেড় লাখ পার।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত ১ লাখ ৫০ হাজার ৫৯৭ জনের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় ৯ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২২ লাখ ২৬ হাজার ৯৪১ জন। এদের মধ্যে বর্তমানে ১৫ লাখ ১২ হাজার ৬৭০ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৩৭৩ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৫ লাখ ৬৩ হাজার ৬৭৪ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন।
করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত নতুন করে ১৫ জনসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ জনে। করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২৬৬ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক হাজার ৮৩৮ জনে।
দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এতে নিজের বাসা থেকে সংযুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।