ক্যারিয়ার

সাক্ষাৎকারে টিকলেই চাকরি; মেঘনা গ্রুপের বিজ্ঞপ্তি

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বেশ কয়েকটি বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীদের শুধুমাত্র সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। যোগ্য হলে এতেই মিলবে চাকরি-

ইউনিটের নাম- বিস্কুট প্রোডাকশন

পদের সংখ্যা- একাধিক

যোগ্যতা- পদ অনুসারে অষ্টম শ্রেণি থেকে ডিপ্লোমা পাস।

সাক্ষাৎকারের সময়- ৩০ অক্টোবর, ২০২১

ইউনিটের নাম- ব্রেড এবং টোস্ট প্রোডাকশন
পদের সংখ্যা- একাধিক

যোগ্যতা- পদ অনুসারে অষ্টম শ্রেণি থেকে ডিপ্লোমা পাস।

সাক্ষাৎকারের সময়- ৩০ অক্টোবর, ২০২১

ইউনিটের নাম- কেক প্রোডাকশন

পদের সংখ্যা- একাধিক

যোগ্যতা- পদ অনুসারে অষ্টম শ্রেণি ও দুই বছরের অভিজ্ঞতা।

সাক্ষাৎকারের সময়- ১ নভেম্বর, ২০২১

ইউনিটের নাম- নুডুলস প্রোডাকশন

পদের সংখ্যা- একাধিক

যোগ্যতা- পদ অনুসারে অষ্টম শ্রেণি ও দুই বছরের অভিজ্ঞতা।

সাক্ষাৎকারের সময়- ২ নভেম্বর, ২০২১

ইউনিটের নাম- চিপস অ্যান্ড চানাচুর প্রোডাকশন

পদের সংখ্যা- একাধিক

যোগ্যতা- পদ অনুসারে অষ্টম শ্রেণি ও ৩ বছরের অভিজ্ঞতা।

সাক্ষাৎকারের সময়- ৩ নভেম্বর, ২০২১

ইউনিটের নাম- ম্যাটারিয়াল হ্যান্ডেলিং প্রোডাকশন

পদের সংখ্যা- একাধিক

যোগ্যতা- পদ অনুসারে অষ্টম শ্রেণি ও দুই বছরের অভিজ্ঞতা।

সাক্ষাৎকারের সময়- ৩ নভেম্বর, ২০২১

আবেদন যেভাবে

প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপিসহ স্ব শরীরে মেঘনা নুডুলস অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনোমিক জোন, ত্রিপার্দি, মোগরাপাড়া, সোনারগাঁও, নারায়ণগঞ্জে উপস্থিত হতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 20 =

Back to top button