পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদি বলেছেন যে, যতদিন ভারতে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আছে, ততদিন ভারত আর পাকিস্তানের মধ্যে কোনও ক্রিকেট সিরিজ হওয়ার সম্ভাবনা নেই।
এছাড়াও তিনি বলেন, পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএল মিস করছে। আফ্রিদির মতে, পাকিস্তানের যুব ক্রিকেটাররা এই লীগে খেললে অনেক উপকৃত হবে।
আরব নিউজের সাথে সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘পাকিস্তান আগাগোড়াই ভারতের সাথে ক্রিকেট খেলার জন্য প্রস্তুত। কিন্তু ভারতে বর্তমান সরকার ক্ষমতায় থাকাকালীন দুই দেশের মধ্যে ক্রিকেট সিরিজ হওয়ার কোন সম্ভাবনা নেই।
”যতদিন মোদী ক্ষমতায় থাকবে, ততদিন ভারত আর পাকিস্তানের মধ্যে কোনও সিরিজ খেলা হবে না”, বলেন তিনি।
বিশ্বের সবথেকে দামি ক্রিকেট লীগ আইপিএল এ পাকিস্তানি ক্রিকেটাররা খেলার সুযোগ না পাওয়ায় তাঁদের ক্রিকেটারদের ক্ষতি হচ্ছে বলেও মনে করেন আফ্রিদি।
ভারত আর পাকিস্তানের মধ্যে বিগত ১৩ বছর ধরে কোনও টেস্ট সিরিজ হয়নি। শেষবার দুই দল ২০০৭ সালে সিরিজ খেলেছিল। তিন টেস্ট ম্যাচের সিরিজ ভারত ১-০ তে জিতেছিল।
এছাড়াও দুই দেশের মধ্যে বিগত সাত বছর ধরে কোনও এক ওয়ানডে সিরিজ হয়নি। ২০১৩ সালে পাকিস্তান ভারত সফরে গিয়ে ২-১ এ সিরিজ জিতে নিয়েছিল।