বিচিত্র

ময়লা থেকে কুড়িয়ে পাওয়া বই দিয়ে লাইব্রেরি!

হোসে আলবার্তো গুতেরেস পেশায় আবর্জনা সংগ্রহকারী। এ কাজ করতে গিয়ে গড়ে তুলেছেন বিশাল এক লাইব্রেরি। যাতে আছে ২৫ হাজারের মতো বই। শুধু তাই নয়, ৪৫০টির অধিক লাইব্রেরিতে তিনি বই দিয়েছেন। নিজের পেশা থেকে আয় সামান্য। তাহলে বই কোথায় পান গুতেরেস? উত্তর হল- ময়লা সংগ্রহ করতে গিয়ে! ময়লা সংগ্রহ করতে গিয়ে লিও তলস্তয়ের আন্না কারেনিনার মতো বই খুঁজে পেয়েছেন। বইয়ের প্রতি মানুষের এমন অবহেলা দেখে শুরুতে ব্যথিত হলেও পরে ময়লা থেকেই কুড়িয়ে পাওয়া বই নিয়ে লাইব্রেরি গড়েছেন। এখন তার সহকর্মীরাও ময়লার মধ্যে বই পেলে তার লাইব্রেরিতে দিয়ে যান।
১৯৯৭ সালে গুতেরেস কলম্বিয়াতে একজন আবর্জনা সংগ্রহকারী হিসেবে কাজ শুরু করেন। এখনো তিনি এই কাজ করে যাচ্ছেন। তিনি মনে করেন, উত্তরাধিকার সূত্রে আমরা পরবর্তী প্রজন্মের জন্য সবচেয়ে মূল্যবান যা রেখে যেতে পারি তা হলো শিক্ষা।
কলম্বিয়ার বোগাটায় প্রত্যন্ত অঞ্চলে গুতেরেস এখন শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন। তিনি শিক্ষা উপকরণ দিয়েছেন ২৩৫টি স্কুল, কমিউনিটিকে। তার সংগৃহীত বইগুলো দিয়ে তিনি একটি কমিউনিটি লাইব্রেরি গড়ে তুলেছেন। ৫৫ বছর বয়সী গুতেরেস সংগৃহীত বই তিনি দান করেন বিভিন্ন লাইব্রেরি, স্কুলে। তিনি স্বপ্ন দেখেন একদিন তিনি গোটা কলম্বিয়াকে বই দিয়ে পরিপূর্ণ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + six =

Back to top button