যুক্তরাজ্য প্রয়োজনে তালেবানের সঙ্গে কাজ করবেঃ বরিস জনসন
আফগানিস্তানের ক্ষমতা দখল করা তালেবানের সঙ্গে প্রয়োজনে কাজ করবে যুক্তরাজ্য। শুক্রবার সংবাদমাধ্যমে এ কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
বরিস বলেন, “রাজনৈতিক ও কূটনৈতিকভাবে আফগানিস্তান সংকটের সমাধান খোঁজার চেষ্টা করছি আমরা। প্রয়োজনে তালেবানের সঙ্গেই কাজ করব।”
রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, “গত ১৪ আগস্ট থেকে শুক্রবার পর্যন্ত কাবুল থেকে এক হাজার ৬১৫ জনকে উদ্ধারের তথ্য জানিয়েছে লন্ডন। এদের মধ্যে দূতাবাসকর্মী ৩২০ জন, ব্রিটিশ নাগরিক ও তাদের পরিবারের সদস্য ৩৯৯ জন আর ৪০২ জন আফগান নাগরিক।”
এর আগে কাবুল বিমানবন্দর থেকে নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার বিষয়টি সামলানো নিয়ে তোপের মুখে পড়েন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। এ নিয়ে রাবের পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী জনসন।
জনসন জানান, “দেশ ছাড়তে চাওয়া হাজারো আফগানের ভিড় অব্যাহত থাকলেও কাবুল বিমানবন্দরের পরিস্থিতি এখন কিছুটা ভালোর দিকে।”
বিরোধী আইনপ্রণেতারা ডমিনিক রাবের পদত্যাগ দাবি করলেও তার ওপর পূর্ণ আস্থা আছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। গত সপ্তাহে তালেবানের দেশ দখলের পর দ্রুততম সময়ে সব নাগরিককে নিরাপদে দেশে ফেরাতে ৬০০ সেনাকে আফগানিস্তানে পাঠায় যুক্তরাজ্য।