যুক্তরাষ্ট্রের ইতিহাসে আমিই কঠোর পরিশ্রমী প্রেসিডেন্ট : ট্রাম্প
সংবাদমাধ্যমের ওপর আবারো ক্ষোভ ঝারলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ট্রাম্প তাঁর কাজের পরিধি ও রাশিয়ার বিরুদ্ধে তদন্ত নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের কভারেজ নিয়ে ব্যাপক সমালোচনা করে একাধিক টুইট করেন।
মার্কিন প্রেসিডেন্ট তাঁর টুইটগুলোর একটিতে দাবি করেছেন, ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মেয়াদে যে কোনো প্রেসিডেন্টের চেয়ে বেশি কাজ করেছেন তিনি। দেশবাসীর কাছে ‘কঠোর পরিশ্রমী প্রেসিডেন্ট’ হিসেবে সুপরিচিত বললেন ট্রাম্প।’
টুইটারে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘যারা আমাকে চেনে এবং আমাদের ইতিহাস সম্পর্কে জানে তারা বলে দেশের ইতিহাসে আমি কঠোর পরিশ্রমী প্রেসিডেন্ট। আমি এ বিষয়ে বিশেষ কিছুই জানি না। আমি কঠোর পরিশ্রমী। প্রেসিডেন্ট পদে সাড়ে তিন বছরের মধ্যে প্রচুর কাজ করে ফেলেছি। যা পূর্ববর্তী রাষ্ট্রপতিদের কেউ করেননি। সেই জন্যই তো মিথ্যা খবরকে ঘৃণা করি।’
আরেকটি টুইটে ট্রাম্প কাজের বিবরণ দিয়েছেন, ‘খুব সকালে উঠে অনেক রাত পর্যন্ত আমি কাজ করি। অনেক মাস হলো হোয়াইট হাউজ ছেড়ে অন্য কোথাও যাইনি। বাণিজ্য চুক্তি, সামরিক পুনর্নির্মাণ ইত্যাদি কাজের প্রতি যত্নশীল দায়িত্ব পালন করছি। তারপরও আমার কাজের ব্যর্থতা নিয়ে নিউইয়র্ক টাইমসে গল্প তৈরি হয়।’
মার্কিন গণমাধ্যমের সমালোচনা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘এই ভয়াবহ অন্যায়কে সংশোধন করার জন্য ভিত্তিহীন সংবাদ প্রতিষ্ঠানসহ সবার বিরুদ্ধে মামলা করা উচিত।’
এর আগে গত শনিবার গণমাধ্যমকে নিজের সময় বা শ্রম পাওয়ার যোগ্য মনে করেন না জানিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম বেশির ভাগ সময় ‘শত্রুতাভাবাপন্ন প্রশ্ন’ করে। তাই করোনাভাইরাস নিজের নিয়মিত ব্রিফিং বন্ধ রেখেছেন। তবে ধারণা করা হচ্ছে, গত বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে কোভিড-১৯ চিকিৎসায় জীবাণুনাশক ইনজেকশন করে দেহে ঢুকানোর কথা বলে ব্যাপক সমালোচিত হওয়ার পর তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।