Breakingতথ্যপ্রযুক্তি
যুক্তরাষ্ট্রের ওরাকল থেকে ডেটা সেন্টার কিনছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি কোম্পানি ওরাকল থেকে ডেটা সেন্টার কিনছে বাংলাদেশ।দেশের জাতীয় ডেটা সেন্টারের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে ‘ফোর টিয়ার’ ডেটা সেন্টার কেনার প্রস্তাব সরকারের নীতিগত অনুমোদন পেয়েছে।
বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রস্তাবটিতে অনুমোদন দেওয়া হয়।এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ডেটা সেন্টারের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি বেছে নেওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গণমাধ্যমকে বলেন, অর্থ সাশ্রয়, তথ্যের নিরাপত্তা ও জরুরি সময়ের মধ্যে ডেটা সেন্টারের প্রয়োজনের কথা চিন্তা করে সরাসরি ক্রয় পদ্ধতিতে ওরাকল থেকে ডেটা সেন্টার ক্রয় করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।