যুক্তরাষ্ট্রের পরামর্শ শোনার চড়া মূল্য দিতে হয়েছে পাকিস্তানকেঃ ইমরান খান
মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শ শুনে পাকিস্তানকে চড়া মূল্য দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইমরান খান বলেন, মার্কিন নেতৃত্বাধীন আফগান যুদ্ধসহ আন্তর্জাতিক বিভিন্ন দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রের পরামর্শে পাকিস্তান অংশ নিয়েছিল। যার জন্য পরবর্তীতে চড়া মূল্য দিতে হয়েছে।
মার্কিনিদের কথা শুনে সে সময়কার ক্ষমতাসীনরা চরম ভুল করেছে দাবি করে তিনি বলেন, যে কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে দেশ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, নিউইয়র্কে নাইন-ইলেভেন হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক না থাকলেও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসলামাবাদ আফগান যুদ্ধে জড়িয়ে পড়ে। যা ছিল পাকিস্তানের প্রথম এবং অন্যতম বড় ভুল।
তিনি বলেন, বিদেশি সহায়তা পাওয়ার জন্য এই ভুল কাজটি করা হয়েছে। এ থেকে জাতিকে শিক্ষা নিতে হবে এবং মনে রাখতে হবে যে, কোথাও কোনো ফ্রি খাবার নেই।
এদিন অর্থনৈতিকভাবে পাকিস্তানকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়ে সাবেক এই ক্রিকেটার বলেন, নিজেরা স্বাবলম্বী হলে বিদেশি ঋণ বা সহায়তার কোনো প্রয়োজন হবে না বলেই মনে করি।