Lead Newsআন্তর্জাতিককরোনাভাইরাস
যুক্তরাষ্ট্রে এক মাসে ২৪ ঘণ্টায় সবচেয়ে কম মৃত্যু
চব্বিশ ঘণ্টার হিসাবে গত এক মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু দেখল প্রাণঘাতী করোনাভাইরাসে নাকাল বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র।
চব্বিশ ঘণ্টার হিসাবে গত এক মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু দেখল প্রাণঘাতী করোনাভাইরাসে নাকাল বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাজনিত কোভিড-১৯ রোগে এক হাজার ১৫ জনের মৃত্যু হয়েছে, যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন। দেশটিতে করোনায় মোট ৬৮ হাজার ৯২০ জন মারা গেছে।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছে ১১ লাখ ৮০ হাজার ৩৩২ জন। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা স্পেনের চেয়ে পাঁচ গুণ বেশি। এ ছাড়া করোনার উৎসস্থল চীনের চেয়ে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ গুণ বেশি। গত বছরের শেষ দিকে চীনে নভেল করোনাভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে এক লাখ ৮৮ হাজার ২৭ জন।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন সরকারের এক নথি অনুযায়ী, আগামী ১ জুন নাগাদ দেশটিতে প্রতিদিন করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মার্কিন সরকারি নথি বলছে, আগামী ১ জুন নাগাদ দেশটিতে প্রতিদিন করোনায় আক্রান্ত হবে প্রায় দুই লাখ মানুষ এবং প্রতিদিন ঝরবে প্রায় তিন হাজার প্রাণ।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং দুই লাখ ৫২ হাজার ৩৯৩ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।