আন্তর্জাতিককরোনাভাইরাস

যুক্তরাষ্ট্রে করোনা গবেষকের গুলিবিদ্ধ লাশ নিয়ে ধুম্রজাল

যুক্তরাষ্ট্রে ৩৭ বছর বয়সী বিং লিউ নামের এক করোনা গবেষকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পিটার্সবার্গ ইউনিভার্সিটির গবেষক ছিলেন বিং লিউ। করোনাভাইরাসের প্রকৃতি ও সংক্রমণের ব্যাপারে অনেক তথ্য উদঘাটন করেছিলেন বলে দাবি করেছিলেন এই গবেষক, খবর সিএনএন।

রোজ টাউনশিপে নিজের বাড়িতেই মৃত অবস্থায় পাওয়া যায় বিংকে। তাঁর শরীরে গুলির চিহ্ন রয়েছে। বিংয়ের গাড়ির মধ্যে আরেকজনের মৃতদেহ পাওয়া গেছে। সেই ব্যক্তির বয়স ৪৬ বছর। তাঁর নাম গাউ গু।

অনেকে মনে করছেন বিংকে গুলি করে মেরে ফেলার পর গাউ আত্মহত্যা করেছে। পুলিশ অবশ্য জানিয়েছে, বিংকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তবে এখনই এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে চায়নি পুলিশ।

পিটার্সবার্গ ইউনিভার্সিটির মেডিসিন বিভাগে শিক্ষকতা করতেন বিং। করোনাভাইরাসের প্রকৃতি ও সংক্রমণের ধরণ নিয়ে গবেষণা করছিলেন তিনি। করোনাভাইরাসের আচরণ সম্পর্কে অনেক তথ্য উদঘাটন করছিলেন তিনি। তবে গবেষণার কাজ শেষ করতে পারেননি।

পিটার্সবার্গ ইউনিভার্সিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিংয়ের অসমাপ্ত কাজ শেষ করার জন্য যাবতীয় চেষ্টা করা হবে। বিং যে বিভাগে কাজ করতেন সেখানে গবেষণার কাজ শুরু করার তোড়জোর চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − six =

Back to top button