যুক্তরাষ্ট্রে ফাইজারের ভ্যাকসিন জরুরি অনুমোদনের পরামর্শ বিশেষজ্ঞদের
করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন-এফডিএ’র সভায় ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত কোভিড ভ্যাকসিনের জরুরি অনুমোদনের জন্য পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
২৩ সদস্যের প্যানেলে এ ভ্যাকসিনের উপকারিতা ও ঝুঁকি নিয়ে আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানান।
তবে এরইমধ্যে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন যুক্তরাজ্য, কানাডা, বাহরাইন ও সৌদি আরব ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছে। খুব শিগগরিই যুক্তরাষ্ট্রেও এফডিএ’র প্রধান আনুষ্ঠানিকভাবে এ ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেবেন বলে প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা।
বাহরাইনের বাসিন্দাদের বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। মোট ২৭টি চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে এই ভ্যাকসিন বিতরণ করা হবে।
ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে লন্ডনে আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছে ইংল্যান্ডের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ। সংক্রমণ ঠেকাতে ওয়েলসে সোমবার থেকে মাধ্যমিক স্কুল এবং কলেজ বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। তবে অনলাইনে চালু থাকবে তাদের শিক্ষা কার্যক্রম।