শোবিজ
যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডে যাচ্ছে ‘আব্বাস’
দেশের বেশ ক’টি প্রেক্ষাগৃহে চলার পর এবার যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডে মুক্তি পেতে চলেছে সাইফ চন্দন পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘আব্বাস’। দেশের বাইরে আব্বাস মুক্তির ব্যাপারটি সমন্বয়কারী ছবিটির অভিনেতা নীরব বললেন, ঈদের পরপরই দেশদুটিতে মুক্তি দেয়া হবে ছবিটি। এ দুইদেশে ছবিটি পরিবেশন করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী অলিভ আহমেদ। দু’দেশ মিলে ছবিটির মোট আটটি শো হবে মর্মে জানালেন তিনি।
এদিকে, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের পর চাঁদা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও দুবাইতেও ছবিটির প্রদর্শনীর কথা রয়েছে বলে জানিয়েছেন নীরব। ‘আব্বাস’ ছবিটি পুরান ঢাকার গল্প নিয়ে প্রযোজনা করেছে ঢাকা ফিল্মস এন্ড এন্টারটেইনমেন্ট। এতে নীরব ছাড়াও অভিনয় করেছেন সোহানা সাবা, ইলোরা গওহর, আলেক্সান্ডার বো প্রমুখ।