আন্তর্জাতিক

যুদ্ধবিরতি হলেও গণগ্রেফতার চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবের পর সহিংসতা বন্ধ হলেও থেমে নেই ইসরাইলি বাহিনী। গণহারে ফিলিস্তিনি নাগরিকদের গ্রেফতার করা হচ্ছে। ইতিমধ্যে দেড় হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। ইসরাইলবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে এই গ্রেফতারের ঘোষণা দিয়েছে দেশটি। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা’র খবর।

আল জাজিরা’র প্রতিবেদন থেকে জানা যায়, যেসব ফিলিস্তিনি পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ উচ্ছেদ অভিযান ও গাজা উপত্যকায় ইসরাইলি হামলার প্রতিবাদ করেছে, তাঁদেরকে গ্রেফতার করা হচ্ছে।

ইসরাইল এই গ্রেফতার অভিযানকে ‘অপারেশন ল অ্যান্ড অর্ডার’ হিসেবে অভিহিত করেছে। গাজায় ১১ দিনের সহিংসতার পর যুদ্ধবিরতিতে রাজি হয় নেতানিয়াহু। এর পরই গ্রেফতার অভিযান শুরু করে ইসরাইল। এর আগে ইসরাইলের অব্যাহত বিমান হামলায় নারী-শিশুসহ ২৫২ জন ফিলিস্তিনি মারা যায়।

এক বিবৃতিতে ইসরাইল পুলিশ জানিয়েছে, গত ৯ মে থেকে এখন পর্যন্ত প্রায় ১,৫৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। গত দুই সপ্তাহে ইসরাইলের বিভিন্ন শহর ও নগরে বিক্ষোভ প্রদর্শনকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 1 =

Back to top button