ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, যেখানে হাত দেই সেখানেই দখল। দখলের চাপে আমরা বৈধরা সংকুচিত হয়ে গেছি। ঢাকা মহানগরীর উন্নয়নে যেখানেই কাজ করা হোক না কেন, অবৈধ স্থাপনা বা দখল সেখানেই পাওয়া যায়। আগামীতে ড্রোন ক্যামেরার মাধ্যমে পুনঃদখলের বিষয়টি পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।
রাজধানীর মিরপুর-১১ নম্বরের ৩ নম্বর এভিনিউয়ের ৪ নম্বর সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ডিএনসিসি মেয়র।
সেখানে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, যে সড়কে যাই, সেখানেই অবৈধ দখল। যে খালে যাই, সেই খালের দুই পাড়েই অবৈধ স্থাপনা। ঢাকা শহরে যাই ধরি, তাই অবৈধ। আমরা যারা বৈধ আছি, অবৈধ দখলের ভিড়ে তারা সংকুচিত হয়ে যাচ্ছি। তবে এখন সময় এসেছে, অবৈধ দখলের বিরুদ্ধে শক্তিশালী হতে হবে।
কিন্তু কোনো জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের পর তা পুনরায় দখল হয়ে যায়। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আতিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন থেকে কোথাও উচ্ছেদের পর তা আবার দখল হচ্ছে কি না- তা পর্যবেক্ষণ করতে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হবে।
এ বিষয়ে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, বিশেষ করে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হবে খালের দুই পাড় মনিটরিংয়ের কাজে। কারণ সব সময় কিন্তু সব জায়গায় যাওয়া যায় না। তাই ড্রোন ক্যামেরার মাধ্যমে বিষয়টি পর্যবেক্ষণ করা হবে যে, দখলমুক্ত জায়গা আবার দখল হয়েছে কি না। এর জন্য একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে। সেখান থেকে সব কিছু মনিটরিং করা হবে। ডিজিটাল হতে চাই আমরা।
মেয়র আতিক জানান, এখানকার এই সড়ক দখলমুক্ত করার পর সুন্দর একটি রাস্তা নির্মাণ করা হবে। এর জন্য ইতোমধ্যে ৩০ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে ডিএনসিসি।