যেভাবে দূর করবেন দাঁতের হলদে ভাব ও দাগ
কিছু বদভ্যাসের কারণেই আমরা দাঁতের সৌন্দর্য হারিয়ে ফেলি। মদ্যপান, ধূমপান, তামাক সেবন ও সঠিক উপায়ে দাঁত ব্রাশ না করাসহ বিভিন্ন কারণে দাঁতের হলদে ভাব ও দাগ পড়তে পারে।
দাঁতে হলদে ভাব ও দাগ দূর করার উপায় জানিয়েছেন উদয়ন ডেন্টাল কলেজের সহযোগী অধ্যাপক মীর আবু নাঈম। তিনি যুগান্তরকে বলেন, দাঁত বিবর্ণ হওয়ার পেছনে বাহ্যিক ও অভ্যন্তরীণ কারণ রয়েছে।
দাঁতে পাথর বা ক্যালকুলাস জমা, দাঁতে ডেন্টাল প্ল্যাক জমা হয়ে সেখানে অ্যাক্টিনোমাইসিস ব্যাক্টেরিয়ার বিস্তার, পান চিবানো, ধূমপান, চা-কফি বা লাল মদ পান ইত্যাদি।
দাঁতে হলদে ভাব ও দাগ দূর করার কিছু উপায় রয়েছে। তিনি বলেন, দাঁতের হলদে ভাব ও দাগ দূর করতে প্রধানত স্ক্যালিং ও পলিশিং করা হয়। এতে দাঁতের স্বাভাবিক বর্ণ ফিরিয়ে আনা যায়।
তবে কিছু দাগ রযেছে, যা স্থায়ী ও দূর করা কঠিন। হলদেটে দাঁত সাদা করতে ও দাগ দূর করতে লেজারে ব্লিচিং পদ্ধতি ব্যবহার করা হয়।
দাঁত ভালো রাখার উপায়
সকালে ও রাতে ঘুমানোর আগে নিয়মিত দাঁত ব্রাশ করা, কুসুম লবণপানি দিয়ে কুলি করা এবং বছরের একবার ডেন্টিসের কাছে যাওয়া।