ফুটবল

যে কারণে রোনালদোকে অভিনন্দন ফিফার

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে প্রশংসায় ভাসিয়েছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ফিফা।

আলি দাইকে পেছনে ফেলে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেওয়ায় অভিনন্দন জানিয়ে বিবৃতি দেন খোদ ফিফার প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন,”পর্তুগিজ এই তারকা সবার জন্যই অনুকরণীয়। রোনালদো আন্তর্জাতিক আইকন এবং রোল মডেল।”

বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় বুধবার রাতে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ দিকে সমতাসূচক গোল করে আলি দাইকে ছাড়িয়ে যান রোনালদো। পরে যোগ করা সময়ের শেষ মিনিটে আরেকটি গোল করে জেতান দলকে। আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোল এখন ১১১টি। আলি দাইয়ের ১০৯।

বিবৃতিতে বলা হয়, “সর্বোচ্চ পর্যায়ে দেশকে প্রায় দুই দশক প্রতিনিধিত্ব করা অসামান্য ক্যারিয়ারের পুরস্কার এই অর্জন, যা আপনার কাজের প্রতি অসাধারণ নিবেদন এবং ফুটবলের প্রতি অবিশ্বাস্য আবেগের বহিঃপ্রকাশ।

ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে গোলের সংখ্যার রেকর্ড ভাঙার প্রক্রিয়ায় আপনি শুধু একজন জাতীয় নায়কই হননি, সারা বিশ্বে উচ্চাকাঙ্ক্ষী খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক আইকন ও রোল মডেলও হয়েছেন। আপনার দক্ষতা এবং উন্নতির জন্য ধারাবাহিক উদ্যম বিশ্ব জুড়ে প্রশংসার দাবি রাখে। অভিনন্দন, ক্রিস্তিয়ানো!”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − eighteen =

Back to top button