যৌন নিপীড়ন অভিযোগকারীর বিরুদ্ধে মানহানির মামলা জাস্টিন বিবারের
পপ তারকা জাস্টিন বিবার তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকারীর বিরুদ্ধে দুই কোটি টাকা মানহানির মামলা ঠুকেছেন। মামলায় জাস্টিন বিবার তার বিরুদ্ধে আনা অভিযোগটিকে ‘মিথ্যা’,’বানোয়াট’ এবং ‘বিদ্বেষপরায়ণ’ বলে দাবি করেছেন।
এর আগে, ড্যানিয়েল নামের এক নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছিলেন, ২০১৪ সালে ফোর সিজন হোটেলে তাঁকে যৌন হয়রানি করেছেন জাস্টিন বিবার।
এর জবাবে যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করে রবিবার ( ২১ জুন) টুইট করেন বিবার। বিবারের দাবি, ঐ দিন তিনি তার বান্ধবী সেলেনা গোমেজ এবং অন্যান্য বন্ধুদের সাথে অস্টিনের বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। তার কাছে যথেষ্ট প্রমাণ আছে দাবি করে তিনি তার উপর করা ‘মিথ্যা’ অভিযোগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।
টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘যৌন নির্যাতনের প্রতিটি দাবীকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত।’ তারই প্রেক্ষিতে সেই অভিযোগকারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন জাস্টিন বিবার।