Breakingধর্ম ও জীবন
রবের ডাকে সাঁড়া দিলেন সাবেক প্রতিমন্ত্রি ও হেফাজত নেতা মুফতি ওয়াক্কাস
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস (৭৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার ভোর পৌনে পাঁচটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস মুফতি জাবের কাসেমী এ তথ্য নিশ্চিত করেছেন।
মুফতি মুহাম্মদ ওয়াক্কাস হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, কওমি মাদ্রাসার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আল-হাইয়াতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান ও বেফাকের সহ-সভাপতি ছিলেন।
তিনি ২০০১ সালের নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বে গঠিত চারদলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ছিলেন।