নগরজীবনশিল্প ও বাণিজ্য

রাজধানীতে বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধ

বেতন-ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেয়ার দাবিতে রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি এলাকায় প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা।

সোমবার বেলা ১১টার দিকে রাস্তায় নামেন আফকো আবেদীন নামে একটি পোশাক কারখানার কর্মীরা। অবরোধের কারণে বন্ধ রয়েছে জরুরি সেবার যান চলাচল।

বনানী থানার ইন্সপেক্টর আব্দুল মতিন বলেন, করোনায় সাধারণ ছুটি ঘোষণার পর অন্যান্য কারখানার মতো এই প্রতিষ্ঠানটিও বন্ধ হয়ে যায়। কিন্তু অন্য কারখানা খুলতে শুরু করলেই আফকো আবেদীন এখনও খুলেনি।

তিনি বলেন, গতকালও এসব নিয়ে বিজিএমইএ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদফতর এবং কারখানার মালিকপক্ষ বৈঠক করে। কিন্তু সমাধান হয়নি।

তিনি জানান, বনানীতে ১১টার দিকে শ্রমিকরা রাস্তা অবরোধ করেছে। ১৮০ শ্রমিকের বেতন-ভাতার দাবিতে তারা আন্দোলন করছেন। সেইসঙ্গে কারখানা খুলে দেয়ার দাবি করছেন। বিজিএমইএ আজকের বিষয়টিও জানে। বনানী থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলেই আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 13 =

Back to top button