রাজধানী ঢাকাকে লকডাউন ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট
রাজধানী ঢাকাকে লকডাউন ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করেছেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
বৃহস্পতিবার সকালে, হাইকোটের ভার্চুয়াল আদালতে রিট মামলা দাখিল করেন তিনি। ঢাকা শহরকে লকডাউন করা এবং চিকিৎসার জন্য পর্যাপ্ত হাই ফ্রো নেজাল অক্সিজেন ক্যানুলা সংগ্রহের নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট করেন তিনি।
রিটে বাদী হয়েছেন অ্যাডভোকেট মো. মাহবুবুল ইসলাম। বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ, স্বাস্থ্য, অর্থ ও প্রধানমন্ত্রীর সচিবালায়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতি. সচিব (হাসপাতাল), অতি. সচিব (প্রশাসন), ঢাকার পুলিশ কমিশনার, র্যাবের মহাপরিচালক এবং ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রকে।
করোনা মহামারীর ব্যাপক সংক্রমণে ঢাকা শহরে হাজার হাজার রোগী শনাক্ত হচ্ছেন। ইতোমধ্যে এক হাজারের বেশি মানুষ মারা গেছেন।
মনজিল মোরসেদ বলেন, ঢাকা শহরে এখন ভাইরাসটি যেভাবে ছড়িয়েছে এবং আতঙ্কজনক অবস্থা তৈরি হয়েছে, সে ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত মেনে সিদ্ধান্ত নেয়া উচিত। তিনি বলেন, মৃত্যু ঠেকাতে ঢাকা শহরকে লকডাউন করতে নির্দেশনা দিয়েছেন বিশেষজ্ঞ কমিটি। সেই নির্দেশনা অমান্য করায় মানুষের মৃত্যুঝুঁকি বাড়ছে। কাজেই জীবন রক্ষায়ই লকডাউনের সিদ্ধান্ত নিতে হবে। বিশেষজ্ঞদের মতামতই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন এই আইনজীবী।
দেশে করোনায় এ পর্যন্ত ১ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, মোট শনাক্ত ৭৪ হাজার ৮৬৫ জন। এর মধ্যে শুধু রাজধানীতেই মৃত্যু ৩০৭ জনের। আর শনাক্ত ২১ হাজার ৪৯৫ জন।