জাতীয়
রাজনৈতিক দলের নির্বাচনে আসার ব্যাপারে ইসি’র কোনো ভূমিকা নেই: সিইসি
কোন রাজনৈতিক দল নির্বাচনে আসলো না আসলো সেখানে নির্বাচন কমিশনের কোন ভূমিকা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি
জেলার নির্বাচনী আইন-শৃংখলা সভায় প্রধান অতিথির বক্তব্য কালে এ তিনি মাগুরায় নির্বাচনী সহিংসতায় ৪চার খুনের ঘটনায় দুঃখ এবং নিন্দা প্রাকাশ করে এ ঘটনায় প্রকৃত জড়িতদের আইনের আওতায় এনে গ্রেফতার ও শাস্তি দাবি করেন।
সভায় খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, মাগুরার জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোঃ ওলিউল ইসলামসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।