ফেসবুকে ভাইরাল হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (উপ-উপাচার্য) চৌধুরী মো. জাকারিয়ার সেই ফোনালাপ। আলোচিত-সমালোচিত ঐ ফোনালাপে তিনি আইন বিভাগের শিক্ষক নিয়োগ দিতে এক চাকরিপ্রত্যাশীর স্ত্রীর সঙ্গে টাকা নিয়ে দেনদরবার করেছেন।
রাবি প্রো-ভিসির অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। ফোনালাপের বিষয়বস্তু নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিষয়টি এখন রীতিমতো টক-অব-দ্য-টাউন।
একজন প্রো-ভিসির ফোনালাপের এমন বিষয়বস্তু নিয়ে নেটিজেনদের অনেকেই তীব্র সমালোচনা করতে ছাড়েননি।