আন্তর্জাতিক

রামমন্দির বানাতে সোনার ইট দিতে চান মোঘল প্রিন্স ইয়াকুব!

ভারতের অযোধ্যায় আলোচিত রামমন্দির নির্মাণ বিতর্কের অবসান হয়েছিল গত বছরের নভেম্বরেই। এর পরই শুরু হয় মন্দির তৈরির উদ্যোগ। গঠন করা হয় ট্রাস্ট।

এবার আগস্টের প্রথম সপ্তাহে ভূমিপূজার ঘোষণা দেওয়া হয়েছে। ৩ আগস্ট থেকে ৫ আগস্ট হবে সেই ভূমিপূজা উৎসব। শেষ দিনে সেখানে হাজির থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এবার সেই মন্দির তৈরিতে অবদান রাখতে চান এক স্বঘোষিত মুঘল উত্তরাধিকারী। মন্দির বানাতে মোদির হাতে একটি সোনার তৈরি ইট তুলে দিতে চান প্রিন্স ইয়াকুব হাবিবউদ্দিন তুসি নামের ওই মুঘল উত্তরাধিকারী।

বার্তা সংস্থা এএনআইকে তুসি জানান, এক কেজি ওজনের একটি সোনার ইট তিনি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান।

বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির দাবি, অযোধ্যায় রামমন্দির ধ্বংস করে সেখানে মসজিদ বানানো হয় মুঘল সম্রাট বাবরের আমলে। এ নিয়ে দীর্ঘ বিবাদ ছিল। অবশেষে ওই জমি হিন্দুদের বলেই রায় দেন সুপ্রিম কোর্ট। অন্যত্র পাঁচ একর জমিতে মসজিদ তৈরি হবে বলে জানান সর্বোচ্চ আদালত। এর পরই অযোধ্যায় মন্দির তৈরির উদ্যোগ শুরু হয়েছে।

এবার সেই মুঘল সম্রাট বাবরেরই উত্তরাধিকারী হিসেবে নিজেকে দাবি করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন প্রিন্স ইয়াকুব।

প্রিন্স ইয়াকুব বলেন, ‘ভারতের হিন্দু ভাইদের আমার অভিনন্দন। মন্দির নির্মাণের জন্য আমি যে এক কেজি ওজনের সোনার ইট দেব বলেছিলাম তা তৈরি হয়ে গেছে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছি যে, তার হাতেই এই ইট আমি তুলে দিতে চাই।’

তবে প্রিন্স ইয়াকুবের কাছ থেকে এই ইট নেওয়া হবে কি না সে ব্যাপারে রামমন্দির নির্মাণ ট্রাস্টের পক্ষ থেকে এখনো কিছু জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 14 =

Back to top button