আন্তর্জাতিককরোনাভাইরাস

রাশিয়ার ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ হবে সৌদি আরবে

রাশিয়ার তৈরি নভেল করোনাভাইরাসের ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষায় অংশ নেবে সৌদি আরব। মানবদেহে প্রয়োগের পর প্রাথমিক পর্যায়ে রুশ করোনা ভ্যাকসিন ব্যবহারে আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। প্রাথমিক পর্যায়ে প্রতিষেধকটি ৩৮ জনের দেহে প্রয়োগ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরো একশজনের শরীরে তা প্রয়োগের প্রস্তুতি চলছে। সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে।

দ্য রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কিরিল দিমিত্রিভ বলেন, “মানবদেহে প্রয়োগের তৃতীয় পর্যায়ে সৌদি আরব অংশগ্রহণ করবে। আগস্টে শুরু হতে যাওয়া এ পরীক্ষামূলক প্রয়োগে এক হাজার মানুষ অংশগ্রহণ করবে। আমরা শুধু তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ নিয়ে আলোচনা করছি না। সৌদি আরব এরই মধ্যে আমাদের ওষুধ ‘এভিফেভির’ কিনেছে। সৌদি আরব নিজ দেশে রাশিয়ান ভ্যাকসিন কীভাবে উৎপাদন করতে পারে, আমরা তা নিয়েও কথা বলছি।”

‘এভিফেভির’ সংক্রমক রোগ প্রতিরোধে ব্যবহৃত একটি ওষুধ। সম্প্রতি সৌদি আরব রাশিয়া থেকে করোনা পরীক্ষার কিট কিনেছে।

পরীক্ষামূলক প্রয়োগে সুফল পাওয়া গেলে চলতি বছর করোনা টিকার তিন কোটি ডোজ উৎপাদন করবে এবং পরবর্তী সময়ে ১৭ কোটি ডোজ উৎপাদন করবে বলে জানিয়েছে রাশিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − six =

Back to top button