রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী করোনায় আক্রান্ত
এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী ওলগা লুইবিমোভা (৩৯)। এ নিয়ে রুশ সরকারের শীর্ষ পর্যায়ের চারজন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
মন্ত্রীর প্রেস সার্ভিসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রাথমিক পর্যায়েই মন্ত্রীর করোনাভাইরাস ধরা পড়েছে। তাই কোনো ঝুঁকি নেই ওলগার। তাই তাঁকে হাসপাতালেও ভর্তি করার প্রয়োজন হয়নি।
মন্ত্রী ওলগা লুইবিমোভা আপাতত নিজ ঘরেই আইসোলেশনে আছেন এবং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মন্ত্রণালয়ের কাজ চালিয়ে যাচ্ছেন।
গত সপ্তাহে, দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনসহ রাশিয়ার তিন শীর্ষ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
কঠোর ব্যবস্থা নেওয়া সত্ত্বেও রাশিয়ায় হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে এক লাখ ৬৫ হাজারেরও বেশি মানুষ। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৩৭ জনের। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ৩২৭ জন।