রাশিয়া করোনার টিকা নিয়ে গুজব ছড়াচ্ছেঃ ব্রিটিশ সেনাপ্রধান
করোনাভাইরাসের টিকা নিয়ে রাশিয়া সারা বিশ্বে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ব্রিটিশ সেনাপ্রধান জেনারেল স্যার নিক কার্টার। গতকাল বুধবার দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয় ।
নিক কার্টার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রাশিয়া টিকা নিয়ে নানা ভুয়া খবর ছড়িয়ে দিচ্ছে। আর এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশকে অস্থিতিশীল করতে চায় রাশিয়া।
গতকাল যুক্তরাজ্যের খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন জেনারেল কার্টার।
তিনি শুধু রাশিয়াকেই নয়, করোনার টিকা নিয়ে প্রচারণার (প্রপাগান্ডা) জন্য চীনকেও অভিযুক্ত করেছেন। তিনি মনে করেন, রাশিয়া এবং চায়না ‘রাজনৈতিক যুদ্ধের’অংশ হিসেবে করোনার টিকা নিয়ে এই ধরনের নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। এই প্রচারণা উদ্দেশ্য পশ্চিমের দেশগুলোর মধ্যে সংহতি নষ্ট করা।
ব্রিটিশ সেনাবাহিনী ইতিমধ্যে প্রচারণা ও মিথ্যা তথ্য রোধ করতে ‘৭৭ ব্রিগেড’ নামে একটি ইউনিট করেছে।
কিছুদিন আগে যুক্তরাজ্য অভিযোগ করেছিল, রাশিয়ার রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকাররা তাঁদের দেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন পরীক্ষাগারের তথ্য চুরির চেষ্টা করছে। এসব পরীক্ষাগারে করোনাভাইরাসের টিকা তৈরি হচ্ছিল।