রাষ্ট্রদ্রোহের অভিযোগঃ পাকিস্তানের জয় উদযাপন করায় তিন কাশ্মীরি ছাত্রকে গ্রেপ্তার
পাকিস্তানের জয় উদযাপন করায় তিন কাশ্মীরি ছাত্রকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। বুধবার উত্তর প্রদেশের আগ্রা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
চলমান টি-২০ বিশ্বকাপে ভারতকে হারায় পাকিস্তান। এরপরই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা দেন, পাকিস্তানের জয়ে যদি কোনো ভারতীয় নাগরিক উৎযাপন করে তাহলে তা হবে রাষ্ট্রদ্রোহ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অভিযুক্ত তিন জনই আগ্রার রাজা বলওয়ান্ত সিং কলেজের ছাত্র। তাদের নাম আরশিদ ইউসুফ, ইনায়েত আলতাফ শেখ ও শওকত আহমেদ গানাই। তাদের বিরুদ্ধে ধর্মীয় উস্কানি ও সাইবার-সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। তবে যোগী আদিত্যনাথের ঘোষণার পর এখন তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাও দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে কাশ্মীরি ছাত্রদের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছেন। এ নিয়ে দেয়া এক টুইট বার্তায় তিনি লিখেছেন, দুই বছর ধরে কাশ্মীরে দমন-পীড়ণ চলছে। বিজেপির এই মিথ্যা দেশপ্রেম এখন ‘ভারত’ ধারণাটাকেই হুমকিতে ফেলেছে।
এদিকে গত সোমবার ওই ছাত্রদের বহিস্কার করা হয়েছে কলেজ থেকে। জানানো হয়েছে, তারা পাকিস্তানের পক্ষে স্ট্যাটাস দিয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এছাড়া একই অভিযোগে আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে উত্তর প্রদেশ পুলিশ।