“মাহামান্য রাষ্ট্রপতি একটা সার্চ কমিটি গঠন করবেন। তার মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন হবে। আমরা নির্বাচনকে নির্বাচন হিসাবেই দেখি।” আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
সোমবার বিকালে গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগদানসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর ওই সফরের বিস্তারিত জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি বলেন, “আমরা কখনো আত্মতুষ্টিতে ভুগি না। জনগণের আস্থা-বিশ্বাস অর্জন করে এবং তাদের ভোট নিয়েই আবার ক্ষমতায় আসতে চাই। জনগণ ভোট দিলে আসব, নইলে আসব না।”
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “মানুষের জন্য যা কিছু করার, এখন পর্যন্ত আওয়ামী লীগই করেছে। এটি কারও ভালো না লাগলে তো বলার কিছু নেই। যারা আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছে, যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে, তাদের কাছে প্রশ্ন করুন।”
শেখ হাসিনা বলেন, “সবসময় আমার লক্ষ্য ছিল দেশের মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে হবে। আমরা সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলাম। করোনা এসে কিছুটা বাধা দিয়েছে। তার পরও এমন ব্যবস্থা করলাম যে গ্রামে যেন অর্থ সরবরাহ হয়।”
গণভবনে দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের উপস্থিতির পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যু, ই-কমার্সের নামে প্রতারণা, করোনা ভ্যাকসিন, আফগানিস্তানে তালেবানের উত্থানসহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।