রাস্তা অবরোধ করে করোনা রোগীদের বিক্ষোভ!
করোনা রোগীদের কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক। ঘর থেকে বের হওয়া সম্পূর্ণ নিষেধ। কিন্তু এই নিয়ম না মেনে নতুন ও বিতর্কিত ঘটনা ঘটিয়েছে ভারতের এক দল করোনা রোগী।
করোনা রোগীদের রাস্তা অবরোধের ঘটনা সম্ভবত একেবারেই নতুন। উদ্বেগজনক এই ঘটনাটি ঘটেছে ভারতের আসাম রাজ্যের কামরূপ জেলায়।
সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে জানায়, আসাম রাজ্যের একটি কোভিড কেয়ার সেন্টারে ঠিকমতো পানি এবং খাবার না পাওয়ার অভিযোগে বৃহস্পতিবার রাস্তা অবরোধ করেন অন্তত ১০০ জন করোনা রোগী।
করোনা রোগীদের জাতীয় সড়ক অবরোধ করার কথা জানতে পেরেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছান কামরূপের ডেপুটি কমিশনার কৈলাশ কার্তিক। ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে চাংসারি কোভিড কেয়ার সেন্টারের বিরুদ্ধে করোনা রোগীদের ঠিকমতো দেখাশোনা না করার অভিযোগ উঠেছে।
কামরূপের ডেপুটি কমিশনার কৈলাশ কার্তিক ঘটনাস্থলে গিয়ে তখনই জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে দেওয়ার নির্দেশ দেন। সব রোগীকে তখনই কোভিড সেন্টারে ফিরে যেতে অনুরোধ করেন তিনি।
আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন ডেপুটি কমিশনার। তার কাছ থেকে আশ্বাস পেয়ে করোনা সেন্টারে ফিরে যান রোগীরা।
এতজন করোনা রোগী এভাবে সেন্টার থেকে বেরিয়ে এসে রাস্তা অবরোধ করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে প্রশাসনিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।
রোগীদের অভিযোগ তাদের ঠিকমতো পানি এবং খাবার দেওয়া হচ্ছে না। বিছানার অবস্থাও খুব খারাপ বলে অভিযোগ করেছেন তারা। রোগীদের বেশিরভাগই গাদাগাদি করে থাকলেও ১০-১২ জনকে সিঙ্গল রুম দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।