আন্তর্জাতিক

রাহুল গান্ধীকে ‘টিউবলাইট’ বলে ব্যঙ্গ মোদির

ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে ‘‌টিউবলাইট’‌ বলে ব্যঙ্গ করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেসময় তাঁর কথায় রাহুল দেরিতে প্রতিক্রিয়া জানানোর জন্য উঠে দাঁড়ানোয় মোদি নাম উল্লেখ না করে তাঁকে ব্যঙ্গ করেন।

মোদি বলেন, ‘‌আমি প্রায় ৩০ থেকে ৪০ মিনিট ধরে কথা বলছি। কিন্তু এতক্ষণে ওখানে বিদ্যুৎ পৌঁছেছে। কিছু কিছু টিউবলাইট দেরিতে জ্বলে।’

রাহুলকে ব্যঙ্গ করার সঙ্গে সঙ্গেই তাঁকে হাতের ইশারায় বসতেও বলেন মোদি। প্রসঙ্গত, গতকাল বুধবার দিল্লির বিধানসভা ভোটের প্রচারে রাহুল গান্ধী বলেছিলেন, আগামী ৬ মাসের মধ্যে দেশের যুব সমাজ মোদিকে লাঠিপেটা করবে। এদিন রাহুলের সাম্প্রতিক মন্তব্যকে কটাক্ষের সুরে বিঁধেছেন নরেন্দ্র মোদি।

এর আগে একাধিক বিজেপি নেতা বিশেষ করে মুখতার আব্বাস নকভি দাবি করেন, রাহুল গান্ধী গোটা দেশকে শাহিনবাগ বানিয়ে দিতে চাইছেন। শাহিনবাগের মাধ্যমে ওরা (কংগ্রেস) বিজেপির বিরুদ্ধে মানুষকে প্রশিক্ষণ দিচ্ছে।

এর জবাবে রাহুল দিল্লিতে ভোটের প্রচারের সময় ভারতের বেকার সমস্যা নিয়ে মোদিকে আক্রমণ করে বলেন, প্রধানমন্ত্রী বাড়ি থেকে বের হতে পারবেন না। দেশের যুব সমাজ তাঁকে লাঠিপেটা করবে আর বুঝিয়ে দেবে চাকরির সুযোগ না বাড়ালে এই দেশ এগিয়ে যেতে পারবে না।

এদিন রাহুলকে কটাক্ষ করে মোদি বলেন, ‘আমাকে মারার জন্য আগামী ৬ মাসের মধ্যে দেশের যুবকদের প্রশিক্ষণ নিতে পরামর্শ দিয়েছেন কংগ্রেসের নেতা। আর সেই সময়ের মধ্যে সূর্য নমস্কার আসনটি আরো বেশি অনুশীলন করে লাঠিপেটা থেকে আত্মরক্ষার কৌশল আগাম শিখে নেব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − four =

Back to top button