রিপোর্টারের হাতে থাকা মাইক্রোফোনে সাপের ছোবল
একজন রিপোর্টারের ঘাড়ে উঠে পড়েছে একটি সাপ। তারপর ছোবল মারছে রিপোর্টারের হাতে থাকা মাইক্রোফোনে। এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের সেই রিপোর্টারের নাম সারাহ কওট। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, ওই ভিডিও তোলার সময় তিনি কতটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। সাপের কামড় থেকে নিরাপত্তা সংক্রান্ত একটি ভিডিও বানানোর সময় ওই ঘটনা ঘটে।
সারাহ বলেন, ‘কেবল দুটি শট নেওয়ার কথা ছিল সাপের কামড় থেকে নিরাপত্তা সংক্রান্ত ভিডিওটির জন্য। আমি ভয় পাচ্ছিলাম, কারণ আমার হাত মাইক্রোফোনের একেবারে কাছে ছিল। ব্যাপারটা সত্যিই ভয়ঙ্কর ছিল।’
‘সাপটি আমার মাইক্রোফোনে ছোবল মারছিল। আমার হাত খুঁজে পেয়ে গেলে কী হত?’ প্রশ্ন সারাহর।
তিনি আরো বলেন, ‘অধিকাংশ সাপই আপনাকে ততটাই ভয় পায়, যতটা আপনি ওকে পান।’
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরেই দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। সারাহর পরিস্থিতি দেখে অনেকেই শিউরে উঠেছেন।
সারাহ বলেন, ‘আমার ক্যামেরাম্যান ও সাপের তত্ত্বাবধায়ক ওখানেই দাঁড়িয়েছিল। ওদের মনে হচ্ছিল ব্যাপারটা দুর্দান্ত