রিফাত শরীফ হত্যা: হাইকোর্টে ডেথ রেফারেন্স
বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার ডেথ রেফারেন্স রবিবার হাইকোর্ট বিভাগে পৌঁছেছে।
হাইকোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানান, এটি সংশ্লিষ্ট বেঞ্চে পাঠানো হয়েছে।
গত বছরের ২৬ জুন বরগুনায় প্রকাশ্য দিবালোকে রিফাত শরীফকে হত্যার দায়ে গত ৩০ সেপ্টেম্বর তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি এবং পাঁচজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
জেলা ও দায়রা জজ মো. আসাদুজ্জামান এই রায় প্রদান করেন।
দোষীদের মৃত্যুদণ্ডের অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পরে আদালত এ সংক্রান্ত একটি পেপারবুক প্রস্তুতের পর এ বিষয়ে শুনানি করবেন।
বর্তমানে, ২০১৪-২০১৫ সালে দায়ের করা বিভিন্ন মামলার ডেথ রেফারেন্স শুনানি হাইকোর্টে অনুষ্ঠিত হচ্ছে।
মিন্নি ছাড়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত বাকিরা হলেন- মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২) ও মো. হাসান (১৯)।
খালাসপ্রাপ্তরা হলেন- মো. মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।