রিয়া চক্রবর্তীর জামিন আবেদন নামঞ্জুর
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদক মামলায় গ্রেপ্তার অভিনয়শিল্পী রিয়া চক্রবর্তীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার (১০ই সেপ্টেম্বর) রিয়া চক্রবর্তী, তার ভাই শৌভিক চক্রবর্তীসহ ছয়জনের জামিন শুনানি হয়। আজ শুক্রবার তাদের সবারই জামিন আবেদন নামঞ্জুর করে মুম্বাইয়ের একটি আদালত।
দন্তকারীদের আবেদনে ২২শে সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে বাইকুল্লা জেলে পাঠানো হয়েছে রিয়াকে। রিয়ার আইনজীবী এখন মুম্বাইয়ের হাইকোর্টে জামিন আবেদন করবেন।
এর আগে জামিন আবেদনে রিয়া বলেন, ’জোর করে তার থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়েছে যা তিনি প্রত্যাহার করতে চান। তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন।
মাদক কেনা ও সুশান্তকে তা সরবরাহের অভিযোগ প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে রিয়ার। ১৪ই জুন মুম্বাইয়ের বাড়ি থেকে সুশান্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়।