দেশবাংলা

রেকর্ড সাড়ে ২৫ হাজার কেজি ডিম সংগ্রহ তাও সাত ঘণ্টায়!

সাড়ে সাত ঘণ্টায় রেকর্ড ২৫ হাজার ৫৩৬ কেজি ডিম সংগ্রহ করা হয়েছে এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত কার্প জাতীয় মাছের ডিম সংগ্রহ করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী।

তিনি জানান, বৃহস্পতিবার মধ্যরাত থেকে হালদা নদীতে ২৮০টি নৌকায় ৬১৬ জন সংগ্রহকারী ২৫ হাজার ৫৩৬ কেজি ডিম সংগ্রহ করেছেন। প্রতি বছর বর্ষার পূর্বে হালদা নদীতে ডিম ছাড়ে কার্প জাতীয় মাছ।

হাটহাজারীর ইউএনও রুহুল আমীন জানান, দুইদিনের ভারী বর্ষণের কারণে এখনই হালদায় কার্প জাতীয় মাছের ডিম ছাড়ার উপযুক্ত সময়। এবার  হালদা থেকে আরো বেশি ডিম সংগ্রহের সম্ভাবনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − one =

Back to top button