উয়েফা চ্যাম্পিয়নস লিগে শিরোপার মিশনে বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে নিয়ে আরেকবার সফল আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। বুধবার (২৭ নভেম্বর) গ্রুপ পর্বে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে করেছেন একটি গোল সেই সাথে দুই সতীর্থ সুয়ারেজ এবং গ্রিজম্যানকে দিয়ে করিয়েছেন আরও একটি করে গোল। ম্যাচের দ্বিতীয় গোলটি করে গড়লেন নতুন রেকর্ড, যেখানে পেছনে পড়ে গেলেন পর্তুগিজ রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনালদো।
বার্সার জার্সি গায়ে ৭০০তম ম্যাচ খেলতে নেমে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার রেকর্ডে মেসি ছাড়িয়ে যান রোনালদোকে। চ্যাম্পিয়নস লিগে ৩৪ নম্বর প্রতিপক্ষের বিপক্ষে গোল পেয়েছেন মেসি, আর রোনালদো গোল করেছেন ৩৩ প্রতিপক্ষের বিপক্ষে।
এ দিকে, বার্সার ইতিহাসের মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে ৭০০তম ম্যাচে মাঠে নামা ফুটবলার পরিণত হয়েছেন মেসি। তার আগে কেবল একজনেরই ছিল এই রেকর্ড, তার সাবেক সতীর্থ কাতালান অধিনায়ক জাভি হার্নান্দেজ এতদিন এই এলিট লিস্টে একাই ছিলেন।
রেকর্ডের ম্যাচে যেন সেই পুরনো মেসিকেই আবারও দেখা গেল ন্যু ক্যাম্পের মাঠে। যেমন গতি তেমন ড্রিবলিং-সেই সাথে দারুণ সব শটে পুরো ম্যাচের স্পটলাইট জুড়েই যেন শুধু মেসির বিচরণ। এই আর্জেন্টাইন তারকা পুরো ম্যাচে সর্বোচ্চ ৯.৬ রেটিং পয়েন্ট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন!