রোনালদোদের কোচ হচ্ছেন জিনেদিন জিদান!
অবশেষে সিদ্ধান্তটা নিয়েই ফেলল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টিম ম্যানেজমেন্ট। ওয়াটফোর্ডের কাছে হারের পরেই চাকরি হারালেন কোচ ওলে গানার সোলকজার। শনিবার ম্যান ইউয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়।
উল্লেখ্য, সব টুর্নামেন্টে মিলিয়ে গত ১০টি ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে জয়ের মুখ দেখেন রোনালদোরা। স্বাভাবিকভাবেই চাপ বাড়ছিল নরওয়েন কোচটির ওপর। তবে স্যার অ্যালেক্স ফার্গুসনের কথাতেই তাকে আরো কিছুটা সময় দেয়া হয়েছিল।
শনিবার ওয়াটফোর্ডের কাছে ১-৪ ব্যবধানে হারার সাথে সাথেই ধৈর্যের বাঁধ ভাঙে ম্যান ইউ শীর্ষ কর্তাদের। দীর্ঘ পাঁচ ঘণ্টার বৈঠক শেষে তাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গত কয়েক সপ্তাহ সময়টা মোটেই ভালো কাটেনি। তবে সেই পারফরম্যান্স দিয়ে কোচ সোলকজারের অবদানকে বিচার করা অনুচিত। কিন্তু আমরা অপারগ। দলের স্বার্থেই কঠিন সিদ্ধান্ত নিতে হলো।’
এদিকে, সোলকজার ছাঁটাইয়ের পরেই রোনালদোদের পরবর্তী কোচ হিসেবে জিনেদিন জিদানের নাম ভেসে ওঠেছে। রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর আপাতত কোনো দলের সাথে যুক্ত নেই তিনি। বিশেষজ্ঞদের ধারণা, রোনালদোই তাকে ওল্ড ট্রাফোর্ডে আনতে উদ্যোগ নিয়েছেন।
সূত্রের খবর, জিদান নিজেও ম্যান ইউয়ের দায়িত্ব নিতে আগ্রহী। তাই ইতিমধ্যেই ইংরেজি ভাষা রপ্ত করার কাজ শুরু করে দিয়েছেন তিনি। যদিও এই প্রসঙ্গে ক্লাব কিংবা জিদান, কারো পক্ষ থেকে প্রতিক্রিয়া মেলেনি।
সূত্র : বর্তমান