রোনালদোর গুরু ওলে গুনারকে বরখাস্ত করেছে ম্যানইউ
বেশ কিছু দিন ধরেই ইংল্যান্ডের ফুটবল পাড়ায় এমন গুঞ্জন উড়ে বেড়াচ্ছিল যে, ওলে গুনার সুলশারকে বরখাস্ত করবে ম্যানচেস্টার ইউনাইটেড। অবশেষে সেটাই সত্য হল। ব্যর্থতার দায় মাথায় নিয়ে চাকরি হারালেন ক্রিশ্চিয়ানো রোনালদোদের হেড কোচ।
স্পেনের ফুটবলভিত্তিক জনপ্রিয় প্রচারমাধ্যম মার্কা বিষয়টি নিশ্চিত করেছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে ওয়াটফোর্ডের কাছে ৪-১ গোলে হেরেছে ম্যানইউ। ভিকারেজ রোড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই রঙহীন ছিল তারা। ৬৯ মিনিটে লাল কার্ড দেখা হ্যারি মাগুইরেকে হারানো সফরকারীরা প্রথমার্ধেই দুই গোল হজম করে। বিরতি থেকে ফিরে এক গোল শোধ করলেও কোন লাভ হয়নি। অতিরিক্ত সময়ে দুবার জালে বল পাঠিয়ে তাদের পরাজয়ের স্বাদ দিয়েছে স্বাগতিকরা।
খেলোয়াড়ি জীবনে ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত ম্যানইউর হয়ে মাঠ মাতিয়েছেন সুলশার। কোচ হিসেবে ২০১৮ সালে নওয়ের ক্লাব মলডে ছেড়ে ম্যানইউতে যোগ দেন। তার অধীনে কিছু উল্লেখযোগ্য উন্নতি হলেও পুরনো দাপট ফিরিয়ে আনতে পারেনি অররেডরা। ওয়াটফোর্ডের বিপক্ষে হারের পর টানা পাঁচ ঘণ্টা বৈঠক শেষে নিজেদের সাবেক তারকাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় ম্যানইউ।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন ম্যানইউ। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে গত ৬ নভেম্বর ম্যানচেস্টার সিটির কাছে হেরেছে ২-০ গোলে। সবশেষ গত ৩০ অক্টোবর টটেনহাম হটস্পারের বিপক্ষে জয় পেয়েছিল অলরেডরা।
১২ ম্যাচ শেষে টেবিলের সাত নম্বরে আছে ম্যানইউ। সমান পাঁচটি করে জয়-পরাজয় এবং দুই ড্রয়ে তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট। সাত পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে তারা। ইউরোপ সেরা হওয়ার মঞ্চে আগামী ২৩ নভেম্বর তাদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল।