নওগাঁ শহর থেকে আটকের পর র্যাবের হেফাজতে সুলতানা জেসমিন (৪৫) নামের এক নারীর মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা না হওয়ায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। হাইকোর্ট প্রশ্ন রেখে বলেছেন, চার দিন পার হয়ে গেছে। এখন পর্যন্ত মামলা হয়নি কেন? পরিবারের সদস্যরা মামলা করেনি তো কি হয়েছে? রাষ্ট্রের কি কোনো দায়িত্ব নেই? অনেক ক্ষেত্রেই রাষ্ট্র মামলা করতে পারে। অভিযোগ উঠেছে র্যাবের হেফাজতে এই নারীর মৃত্যু হয়েছে। সারা দেশে এ নিয়ে আলোচনা চলছে।
সোমবার (২৭ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষকে উদ্দেশ করে এ কথা বলেন।
নওগাঁয় র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যু সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক। আদালতে এ খবর উপস্থাপন করে তিনি বলেন, ‘গত বুধবার (১৯ মার্চ) তাকে (সুলতানা জেসমিনকে) আটক করে হেফাজতে নেয় র্যাব। আটক করার ৩১ ঘণ্টা পর তার বিরুদ্ধে মামলা হয়। আর হেফাজতে নেওয়ার পর অসুস্থ হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গত শুক্রবার (২৪ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মাথায় আঘাত পাওয়ার কথা বলা হয়েছে। আমি খোঁজ-খবর নিয়ে জানতে পেরেছি এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে নিহতের পরিবারের অভিযোগ ওই নারীর হেফাজতে মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ সত্য হলে এটি খুবই গুরুতর অভিযোগ। বিষয়টির তদন্ত হওয়া উচিত।
এ সময় হাইকোর্ট সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদকে উদ্দেশ করে বলেন, এই মুহূর্তে খোঁজ নেন কোনো মামলা হয়েছে কি না। ১৫ মিনিটের মধ্যে খোঁজ নিয়ে জানান।