শোবিজ
লকডাউনের পরই বিয়ে করছেন সোনাক্ষী!
বিয়ের পরিকল্পনা করছেন বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী এ তথ্য জানান। একই সঙ্গে তিনি বলেন, লকডাউনের পরই এ বিষয়ে চূড়ান্ত পরিকল্পনা করবেন।
সোনাক্ষী সিনহা বলেন, বিয়ে হবে সময় হলেই। তবে বিয়ের বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো চাপ নেই। আমি কাজ উপভোগ করছি এবং তা নিয়ে সুখে আছি পরিবার এটা জানে।
এ অভিনেত্রী বলেন, আমাকে আগে পাত্র খুঁজতে হবে, তারপর বিয়ে এটাই সবচেয়ে বড় কথা। এটিই প্রথমে প্রয়োজন। আমার নিজের কোন পছন্দ নেই। তবে লকডাউনে নিজেকে একা লাগছে খুব। ভাবছি লকডাউনের পরই বিয়েটা করে ফেলবো।
ভারতে করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে। এমন পরিস্থিতিতে সোনাক্ষী ঘরেই সময় কাটাচ্ছেন। আপাতত কোনো ডায়েট অনুসরণ করছেন না তিনি। চেষ্টা করছেন আনন্দে সময় কাটানের।