লকডাউনের সিদ্ধান্ত সরকারের, আদালত নয়
করোনাভাইরাসে দেশের পরিস্থিতিতে রাজধানী ঢাকাকে লকডাউন করা হবে কিনা, এ সংক্রান্ত রিটের শুনানি শেষে হাইকোর্ট জানিয়েছে, এটা সরকারের সিদ্ধান্ত, এখানে আদালতের কিছুই করার নেই।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ রোববার (১৪ জুন) এ কথা জানায়। এই রিটের ওপর আদেশ শুনানি সোমবার (১৫ জুন) দিন ধার্য করা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।
করোনাভাইরাস প্রতিরোধে গত ১১ জুন পুরো ঢাকাকে লকডাউন করার ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। একইসঙ্গে রিটে করোনা চিকিৎসার সুবিধার্থে পর্যাপ্ত হাই ফ্লো নেজাল অক্সিজেন ক্যানোলা সংগ্রহের নির্দেশনা চাওয়া হয়। আইনজীবী মাহবুবুল ইসলামের পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনজিল মোরশেদ এ রিট করেন।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য, অর্থ ও প্রধানমন্ত্রীর সচিবালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিব (হাসপাতাল ও প্রশাসন), পুলিশ কমিশনার, র্যাবের মহাপরিচালক এবং ঢাকার দুই সিটি করপোরেশন মেয়রকে বিবাদী করা হয়।