করোনাভাইরাসবিচিত্র

লকডাউনে ঘরে মানুষ, কিন্তু বাইরে ঘুরছে চিতাবাঘ

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতে চলছে লকডাউন। এতে মানুষ গৃহবন্দি হয়ে পড়ায় এবং যান চলাচল কমে যাওয়াতে দেশটির বিভিন্ন শহরের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে বন্য জন্তুদের। বৃহস্পতিবার হায়দরাবাদে দেখা গেছে রাস্তায় বসে ঘুমাচ্ছে একটি চিতাবাঘ।

রাস্তায় চিতাবাঘের উপস্থিতির কথা জানতে পেরে পুলিশ ও বনরক্ষীরা ঘটনাস্থলে হাজির হন। সঙ্গে ছিল নেহরু জুলজিক্যাল পার্কের একটি উদ্ধার টিম। ধারণা হচ্ছিল, চিতাবাঘটি কোনোভাবে আহত হয়েছিল। উদ্ধারকর্মীদের দেখে সে পালিয়ে যায়। রাস্তায় চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে দেখে স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে ওঠেন।

সামশদাবাদের ডিসিপি প্রকাশ রেড্ডি বলেন, বৃহস্পতিবার সকাল আটটা ১৫ মিনিট নাগাদ স্থানীয় মানুষ চিতাবাঘটিকে দেখতে পান। রেসকিউ টিম দেখে চিতাটি পালায়। তাকে ধরার চেষ্টা হচ্ছে।

ভারতে প্রায় দুই মাস ধরে লকডাউন চলছে। বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৭৮ হাজার মানুষ এবং মৃত্যু হয়েছে প্রায় ৩ হাজারের, সূত্র: দ্য ওয়াল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − 3 =

Back to top button