লকডাউনে ঘুরে বেড়াচ্ছে ব্ল্যাক প্যান্থার
করোনাভাইরাসের বিস্তার রোধ ও নিজেদের বাঁচাতে ঘরবন্দী রয়েছে মানুষ। এ সুযোগে মনের আনন্দে যত্রতত্র চষে বেড়াচ্ছে বনের পশু-পাখিরা। মানুষকে এড়িয়ে চলার স্বভাব থাকায় এতদিন পশু-পাখিরা লোকালয়ে পদচারণা করেনি। এবার তাদের বিচরণ চোখে পড়ার মতো। সম্প্রতি ভারতের গোয়ার এক অভয়ারণ্যে দেখা গেল একটি ব্ল্যাক প্যান্থারের পদচারণা।
বুধবার গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত দক্ষিণ গোয়ায় অবস্থিত নেত্রাবলী বন্যপ্রাণী অভয়ারণ্যে পদচারণারত এক ব্ল্যাক প্যান্থারের ছবি টুইটারে পোস্ট করেন।
গোয়ার এক সিনিয়র বন কর্মকর্তা জানান, ব্ল্যাক প্যান্থারের পদচারণার পর একই প্রজাতির আরো প্রাণী আছে কিনা তা জানতে অনুসন্ধান শুরু হয়েছে। এলাকাটি বাঘের বিচরণ ক্ষেত্র হলেও প্রথমবারের মতো ক্যামেরায় ব্ল্যাক প্যান্থারের ছবি ধরা পড়েছে।
তিনি আরো জানান, নজরদারি ক্যামেরায় স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়েছে নাকি কোনো পর্যটক বা বন কর্মকর্তা ব্ল্যাক প্যান্থারের ছবিটি তুলেছেন তা জানা যায়নি।
এদিকে ছবিটি পোস্ট করার পরই নেটিজেনরা ব্ল্যাক প্যান্থারের সঙ্গে ডিজনির কার্টুন চরিত্র বাঘিরার মিল খুঁজে পেয়েছেন। অনেকে মজা করে বলছেন, যখন বাঘিরার খোঁজ মিলল তখন মোগলির দেখাও পাওয়া যাবে!