শোবিজ

লকডাউনে নিঃস্বার্থ মানবসেবার জন‍্য বিশেষ সম্মানে সম্মানিত হলেন সোনু সুদ

ভারতে করোনার লকডাউনের সময় বলিউডের বেশ কয়েকজন ধনী, প্রভাবশালী তারকা দানের ডালা ঢেলে সাহায্য করেছেন করোনায় বিপর্যস্ত মানুষদের। কিন্তু শাহ্রুখ খান, অমিতাভ বচ্চন, সালমান খানদের ছাপিয়ে সাধারন মানুষের মুখে যে নাম বেশি উচ্চারিত ছিলো তা হচ্ছে ‘সোনু সুদ’। মানুষের জন্য উজার করে দেয়ার জন্য তার নামের সাথে সুপারম্যান তকমা জুড়ে দিয়েছিলেন সাধারন মানুষ।

পরোপকারী কাজের জন‍্য ডিপার্টমেন্ট অফ প্ল‍্যানিং অফ দ‍্য গভর্নমেন্ট অফ পাঞ্জাবের সম্মানীয় স্পেশাল হিউম‍্যানিটারিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ডে সম্মানীত হলেন সোনু সুদ। গত সোমবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয় অভিনেতাকে। খবর বাংলাহান্টের।

শ্রমিক ও দরিদ্র মানুষদের জন‍্য আদতেই ‘সুপারম‍্যান’এর অবতারে হাজির হয়েছিলেন সোনু সুদ। বলিউডের এই অভিনেতার যেন সম্পূর্ণ নতুন এক রুপের সঙ্গে সবার পরিচয় ঘটেছে লকডাউনের সময়। যারাই সাহায‍্য চেয়েছেন তাদের জন‍্য ছুটে গিয়েছেন সোনু।

করোনা পরিস্থিতিতে নিঃস্বার্থ ভাবে লক্ষ লক্ষ আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের উদ্ধার করে তাদের জন‍্য বাস, ট্রেনের ব‍্যবস্থা করা, তাদের খাবারের বন্দেবস্ত করা, এছাড়াও তাদের জন‍্য কাজের ব‍্যবস্থা করে দেওয়া, এসব কিছুর জন‍্যই এই বিশেষ সম্মান জানানো হয়েছে সোনুকে।

চিকিৎসক ও স্বাস্থ‍্যকর্মীদের থাকার জন‍্য নিজের মুম্বইয়ের হোটেলও দিয়ে দেন সোনু। শুধু তাই নয়, জুলাইতে মহারাষ্ট্রে সাইক্লোন নিসর্গ আঘাত হানার আগেই বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যান তিনি।

এমন সম্মান পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত সোনু। তাঁর কথায়, এই সম্মান পাওয়া সত‍্যিই খুব আনন্দের। নিজের দেশের জন‍্য যতটুকু করা যায় ততটুকুই করেছি। কোনো কিছুরই প্রত‍্যাশা করিনি। তবে এই সম্মান পেয়ে খুবই ভাল লাগছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + fifteen =

Back to top button