লকডাউনে ভারতে মুসলিম বিদ্বেষী বিজ্ঞাপন, দেশজুড়ে তোলপাড়
ভারতে হাসপাতালের পর এবার মুসলিম বিদ্বেষী বিজ্ঞাপন প্রকাশ করল একটি অনলাইন বেকারির মালিক। অভিযুক্ত বেকারির মালিক সোশ্যাল মিডিয়ায় দোকানের বিজ্ঞাপন দেওয়ায় দ্রুত তা ছড়িয়ে পড়ে। ফলে থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযুক্তের বিরুদ্ধে।
চেন্নাইয়ের টি নগরের পার্থসারথি পুরমে অনলাইনেই বেকারির ব্যবসা করেন এক জৈন সম্প্রদায়ের ব্যক্তি। লকডাউনের জেরে বেশিরভাগ দোকান বন্ধ থাকায় তিনি সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসার পসার বৃদ্ধির চেষ্টা করেন। তাই সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিতে গিয়ে বিজ্ঞাপণে মুসলিম বিদ্বেষী বক্তব্য লেখায় সকলের রোষাণলের শিকার হন।
বিপণীর মালিক লেখেন, “জৈনদের দিয়ে বানানো হয়, এখানে কোনও মুসলিম কর্মীরা কাজ করেন না।” বিপণি মালিকের এই বিজ্ঞাপন দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ফলে বেকারি মালিকের বিরুদ্ধে ওঠে সমালোচনার ঝড়।
প্রশ্ন ওঠে, লকডাউনের আবহে যেখানে সবাই জাতি-ধর্ম-বর্ণের উর্ধ্বে গিয়ে সকলকে এক হয়ে কাজ করার পরামর্শ দিচ্ছেন সেখানে কী করে একজন বেকারি মালিক শুধুমাত্র নিজের ব্যবসার বৃদ্ধিতে মুসলিম বিরোধী বিজ্ঞাপন দিতে পারেন?
স্থানীয় থানায় অভিযুক্তের বিরুদ্ধে জাতি বিদ্বেষী বিজ্ঞাপন দিয়ে হিংসা ছড়ানোর অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। করোনার মত মারণ ভাইরাস প্রতিরোধে দেশের প্রতিটি নাগরিককে হিংসার মনোভাব ত্যাগ করে একত্রিত হয়ে কাজ করার জন্য বার বার আহ্বান জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।
উল্লেখ্য, এর পূর্বে ভারতে একটি বেসরকারি হাসপাতাল পত্রিকায় মুসলিম বিদ্বেষী বিজ্ঞাপন প্রকাশ করে সমালোচনার শিকার হয়। তবে এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে। সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস