অপরাধ ও দূর্ঘটনা
লকডাউন উঠতে না উঠতেই বাংলামটরে বাসচাপায় নিহত ২
রাজধানীর বাংলামটরে বিহঙ্গ বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৩ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত বা আহতের পরিচয় জানা যায়নি।
শাহবাগ থানার এসআই আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরই বাসটিকে জব্দ করেছে পুলিশ। মরদেহ ঢামেকে পাঠানে হয়েছে।
জানা যায়, নিহতদের মধ্যে একজন মোটরসাইকেল চালক এবং অপরজন একজন রিকশাচালক। অপর আহত ব্যক্তি পথচারী ছিলেন।
দুর্ঘটনার কারণে মগবাজার থেকে ফার্মগেটের দিকে যাওয়ার রাস্তাটি বন্ধ রয়েছে। পুলিশ রাস্তার লোকজন সরিয়ে চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।