করোনাভাইরাসভাইরাল

লকডাউন শিথিল হতেই আবুধাবি শপিং মলে উপচে পড়া ভিড়

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে আসায় গত ১ মে লকডাউন শিথিল করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। শুক্রবার থেকে সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে শপিং সেন্টার, রেস্টুরেন্ট ও ক্যাফে।

শনিবার আবুধাবিতে তিনটি শপিং সেন্টার খুলে দেওয়া হয়েছে। তবে ভীড় এড়াতে ধারণক্ষমতার মাত্র ৩০ শতাংশ ক্রেতা শপিং সেন্টারে থাকতে পারবে বলে নিয়ম বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া স্বাস্থ্য সুরক্ষায় প্রবেশপথে থার্মাল ডিভাইসসহ নানা ব্যবস্থা নেয়া হয়েছে।

দুবাইতেও বেশ কিছু শপিং সেন্টার, রেস্টুরেন্ট এবং ক্যাফে খুলেছে। আরব আমিরাতের ব্যবসা ও পর্যটন কেন্দ্র এই শহরটিতে কয়েকদিন আগেই লকডাউন শিথিল করা হয়। তবে শপিং সেন্টারে ক্রেতাদের মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

আজ রোববার থেকে শারজাহতেও কিছু শপিং সেন্টার, রেস্টুরেন্ট ও সেলুন খুলছে বলে অঞ্চলটির মিডিয়া অফিস জানিয়েছে।

তবে দেশটিতে লকডাউন শিথিল করতে না করতেই এরই মধ্যে দুইবাইয়ের শলিং মলের একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যায় শপিং মলের ভেতর মানুষের উপচে পড়া ভিড়।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরার নিয়ম বেধে দিলেও সেই নিয়মের বিন্দুমাত্রও তোয়াক্কা না করে শপিং মলে ভিড় করছে মানুষ। এই ভিড় দেখে দুশ্চিন্তা বেড়েছে নেটিজেনদের মনে।

করোনা সংক্রমণ রোধে একমাসেরও বেশি সময় ধরে লকডাউন চলছিল আরব আমিরাতে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৯৯ জন মানুষ। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৬৬৪ জন। তবে মারা গেছেন ১১৯ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − two =

Back to top button